কেটে ফেলবার জন্য তাদের সব দরজায় দরজায় আমি তলোয়ার বসিয়েছি যাতে তাদের দিল সব গলে যায় এবং অনেকে মারা পড়ে। জ্বী, সেই তলোয়ার বিদ্যুতের মত চম্কায়; তা কেটে ফেলবার জন্য ধার দেওয়া হয়েছে।