নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখলআর ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল।তারা তাকে কেল্লায় বন্ধ করে রাখল;ইসরাইলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।