প্রাণীগুলোর রূহ্ যখন যেদিকে যেতেন চাকাগুলোও তাঁর সংগে সংগে যেত, কারণ সেই প্রাণীদের রূহ্ সেই চাকার মধ্যে ছিল।