সেইজন্য সে জবাবে বলল, “বাদশাহ্ যাঁকে সম্মান দেখাতে চান তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় তাজ পরানো থাকে বাদশাহ্র সেই ঘোড়াও আনা হোক।