অন্যান্য স্ত্রীলোকদের চেয়ে ইষ্টেরকে বাদশাহ্ বেশী ভালবাসলেন এবং তিনি অন্যান্য অবিবাহিতা মেয়েদের চেয়ে বাদশাহ্র কাছে বেশী দয়া ও ভালবাসা পেলেন। কাজেই বাদশাহ্ তাঁর মাথায় তাজ পরিয়ে দিলেন এবং বষ্টীর জায়গায় ইষ্টেরকে রাণী করলেন।