8. “নিজের নিজের বাসার দিকে ঘুঘু যেমন উড়ে আসেতেমনি এরা কারা মেঘের মত উড়ে আসছে?
9. সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে;তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকেবড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে।ইসরাইলের আল্লাহ্ পাকের,তোমার মাবুদ আল্লাহ্র গৌরব করবার জন্যতোমার ছেলেরা আসছে,কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
10. “বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবেআর তাদের বাদশাহ্রা তোমার সেবা করবে।যদিও রাগে আমি তোমাকে আঘাত করেছিতবুও রহমত করে আমি তোমাকে মমতা করব।
11. তোমার দরজাগুলো সব সময় খোলা থাকবে,দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে নাযাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে;তাদের বাদশাহ্দেরও নিয়ে আসা হবে।
12. যে জাতি বা রাজ্য তোমার সেবা করবে না তা ধ্বংস হবে,তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।
13. “লেবাননের গৌরব তোমার কাছে আসবে;আমার পবিত্র জায়গা সাজাবার জন্যআসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ;আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
14. তোমাকে যারা জুলুম করততাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে;যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই মাটিতে উবুড় হয়ে তোমাকে সালাম জানাবেআর তোমাকে মাবুদের শহর,ইসরাইলের আল্লাহ্ পাকের সিয়োন বলে ডাকবে।
15. “যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল,কেউ তোমার মধ্য দিয়ে যেত না,তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্রআর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।