ইশাইয়া 53:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে?কার কাছেই বা মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?

2. তিনি তাঁর সামনে নরম চারার মত,শুকনা মাটিতে লাগানো গাছের মত বড় হলেন।তাঁর এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই যে,তাঁর দিকে আমরা ফিরে তাকাই;তাঁর চেহারাও এমন নয় যে, আমাদের আকর্ষণ করতে পারে।

3. লোকে তাঁকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে;তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সংগে তাঁর পরিচয় ছিল।লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মত হয়েছেন;লোকে তাঁকে ঘৃণা করেছে এবং আমরা তাঁকে সম্মান করি নি।

ইশাইয়া 53