8. তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্কে আঁকড়ে ধরে রেখো, যেমন আজ পর্যন্ত তোমরা করে আসছ।
9. “বড় বড় এবং শক্তিশালী জাতিগুলোকে তোমাদের সামনে থেকে মাবুদই তাড়িয়ে দিয়েছেন। আজ পর্যন্ত কেউ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে নি।
10. তোমাদের একজন এক হাজার জনকে তাড়িয়ে দিতে পারছে, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্র ওয়াদা অনুসারে তিনি তোমাদের হয়ে যুদ্ধ করছেন।
11. সেইজন্য তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত করবার ব্যাপারে তোমরা পুরোপুরি মনোযোগী হও।