3. সেই দিন রাজবাড়ীতে গানের বদলে এই বিলাপ হবে, ‘অনেক, অনেক লাশ; সেগুলো সব জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। চুপ কর।’ ”
4. তোমরা যারা অভাবীদের পায়ে মাড়া"ছ আর গরীবদের শেষ করে দিচ্ছ, তোমরা শোন।
5. তোমরা বলছ, “কখন অমাবস্যা চলে যাবে যাতে আমরা শস্য বিক্রি করতে পারি? কখন বিশ্রাম দিন শেষ হবে যাতে আমরা বাজারে গম বেচতে পারি? আমরা মাপের টুকরি ছোট করব, দাম বাড়াব, ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করব,
6. রূপা দিয়ে গরীবকে এবং এক জোড়া জুতা দিয়ে অভাবীকে কিনে নেব আর ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া গম তাদের কাছে বিক্রি করব।”
7. মাবুদ, যিনি ইয়াকুবের গৌরব, তিনি কসম খেয়ে বলেছেন, “তারা যা করেছে তা কখনই আমি ভুলে যাব না।
8. এর জন্য কি দেশ কাঁপবে না? তার মধ্যে বাসকারী সবাই কি বিলাপ করবে না? গোটা দেশটাই মিসরের নীল নদের মত ফুলে উঠে অশান্ত হবে আর তারপর নেমে যাবে।”
9. আল্লাহ্ মালিক বলছেন, “সেই দিন দুপুর বেলাতেই আমি সূর্যকে অস্ত যাওয়াব এবং দিনের বেলায় দুনিয়াকে অন্ধকার করে দেব।
10. আমি তোমাদের ঈদগুলো শোকে ও সমস্ত কাওয়ালী বিলাপে বদলে দেব। আমি তোমাদের সকলকে ছালার চট পরাব ও মাথায় টাক পড়াব। আমি সেই সময়টাকে করব একমাত্র ছেলের মৃত্যুর শোকের সময়ের মত এবং তা শেষ পর্যন্ত চলবে ভীষণ দুঃখে।”