আইয়ুব 9:27-35 Kitabul Mukkadas (MBCL)

27. যদি বলি, ‘আমার দুঃখ আমি ভুলে যাব,মুখের ভাব বদলে আমি হাসব,’

28. তবুও আমার সব যন্ত্রণাকে আমি ভয় করি,কারণ আমি জানি তুমি আমাকে নির্দোষ বলে ধরবে না।

29. আমাকে যখন দোষী বলেই ধরা হবে,তখন কেন আমি মিথ্যাই কষ্ট করব?

30. আমি যদি সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলিআর ক্ষার দিয়েও হাত পরিষ্কার করি,

31. তবুও তুমি কাদার গর্তে আমাকে ডুবিয়ে দেবে;তাতে আমার কাপড়-চোপড়ও আমাকে ঘৃণা করবে।

32. “তিনি তো আমার মত একজন মানুষ নন যে,তাঁর কথার জবাব দেব বা আদালতে তাঁর মুখোমুখি হব।

33. আহা, যদি এমন কেউ থাকতেনযিনি আমাদের মধ্যে সালিশ করে দিতে পারেনএবং যাঁর কথা আমরা দু’জনেই মেনে নিতে পারি;

34. যদি এমন কেউ থাকতেন যিনি আল্লাহ্‌র শাস্তিআমার উপর থেকে সরিয়ে দিতে পারেন,যাতে তার ভয়ংকরতা আমাকে আর ভয় দেখাতে না পারে।

35. যদি তা হত তাহলে আমি আল্লাহ্‌কে ভয় না করে কথা বলতাম,কিন্তু এখন আমার যে অবস্থা হয়েছে তাতে আমি তা পারি না।

আইয়ুব 9