আইয়ুব 9:24-30 Kitabul Mukkadas (MBCL)

24. দুষ্টদের হাতে দুনিয়াকে ছেড়ে দেওয়া হয়েছেএবং আল্লাহ্‌ বিচারকদের চোখ বন্ধ করে দিয়েছেন।তিনিই যদি তা না করে থাকেন তবে কে তা করেছে?

25. “যে দৌড়ায় তার চেয়েও তাড়াতাড়ি চলে আমার দিনগুলো;তা উড়ে চলে যায়, ভাল দেখতে পায় না।

26. হালকা নৌকার মতই তা তাড়াতাড়ি চলে যায়;তা ঈগল পাখীর ছোঁ মারার মত করে চলে যায়।

27. যদি বলি, ‘আমার দুঃখ আমি ভুলে যাব,মুখের ভাব বদলে আমি হাসব,’

28. তবুও আমার সব যন্ত্রণাকে আমি ভয় করি,কারণ আমি জানি তুমি আমাকে নির্দোষ বলে ধরবে না।

29. আমাকে যখন দোষী বলেই ধরা হবে,তখন কেন আমি মিথ্যাই কষ্ট করব?

30. আমি যদি সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলিআর ক্ষার দিয়েও হাত পরিষ্কার করি,

আইয়ুব 9