আইয়ুব 9:16-22 Kitabul Mukkadas (MBCL)

16. আমি ডাকলে যদিও বা তিনি সাড়া দেনতবুও আমি বিশ্বাস করি না যে, তিনি আমার কথা শুনবেন।

17. তিনি ঝড় দিয়ে আমাকে গুঁড়িয়ে ফেলেনএবং বিনা কারণেই বারে বারে আমাকে আঘাত করেন।

18. তিনি আমাকে নিঃশ্বাস নিতে দেন নাবরং তিক্ততা দিয়েই আমার জীবন ভরে দেন।

19. এটা যদি শক্তির ব্যাপার হয় তবে তিনি তো শক্তিশালী;যদি বিচারের ব্যাপার হয় তবে কে তাঁর বিরুদ্ধে সমন জারি করবে?

20. যদিও আমি নির্দোষ তবুও আমার মুখ আমাকে দোষী করবে;যদিও আমি সৎ তবুও আমার মুখ আমাকে অসৎ বলবে।

21. আমি নির্দোষ, কিন্তু তাতে আমার কি আসে যায়?আমার নিজের জীবনকে আমি ঘৃণা করি।

22. সবই সমান, সেজন্যই আমি বলছি,‘নির্দোষ ও দুষ্ট- এই দু’জনকেই তিনি ধ্বংস করেন।’

আইয়ুব 9