5. কিন্তু তুমি যদি আগ্রহী হয়ে আল্লাহ্র কাছে মুনাজাত করআর সর্বশক্তিমানের কাছে অনুরোধ জানাও,
6. যদি তুমি খাঁটি ও সৎ হয়ে থাক,তবে এখনও তিনি তোমার পক্ষে কাজ করতে আগ্রহী হবেনআর তোমার সততাপূর্ণ জায়গায় আবার তোমাকে বসাবেন।
7. তোমার ভবিষ্যৎ হবে এত সফলতায় পূর্ণ যে,মনে হবে তোমার প্রথম অবস্থা এর চেয়ে অনেক খারাপ ছিল।
8. “আগেকার দিনের লোকদের জিজ্ঞাসা কর;তাঁদের পূর্বপুরুষেরা যা শিখেছিলেন তার খোঁজ নাও।
9. আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না;দুনিয়ার উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।
10. তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে;তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।
11. “জলাভূমি না হলে নল বড় হতে পারে না;পানি না পেলে খাগ্ড়া বেড়ে উঠতে পারে না।