13. তিনি জ্ঞানীদের তাদের চালাকীর মধ্যে ধরেন,আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায়।
14. দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে;দুপুরে তারা রাতের বেলার মত হাত্ড়ে বেড়ায়।
15. তিনি ধারালো জিভের হাত থেকে অভাবীদের বাঁচান;শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন।
16. সেইজন্য অসহায় লোকেরা আশায় বুক বাঁধে,আর অবিচার বন্ধ হয়ে যায়।
17. “মোবারক সেই লোক, যাকে আল্লাহ্ সংশোধন করেন।কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কোরো না,