আইয়ুব 40:18-21 Kitabul Mukkadas (MBCL)

18. তার হাড়গুলো যেন ব্রোঞ্জের নল,সেগুলো লোহার ডাণ্ডার মত।

19. আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে তার স্থান প্রধান;কেবল তার সৃষ্টিকর্তাই তাকে মেরে ফেলতে পারেন।

20. পাহাড়ে যা জন্মায় তা-ই সে খায়,সেখানকার সব বুনো পশুরা তার কাছেই খেলা করে।

21. বাব্‌লা গাছের নীচে সে শুয়ে থাকে;জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।

আইয়ুব 40