আইয়ুব 4:10-14 Kitabul Mukkadas (MBCL)

10. সিংহেরা গর্জন ও গোঁ গোঁ শব্দ করে,তবুও সেই ভয়ংকর সিংহদের দাঁত ভেংগে যায়।

11. শিকার না পেলে সিংহ মরে যায়,আর সিংহীর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে।

12. “একটা কালাম আমার কাছে চুপি চুপি আসল,তার ফিস্‌ ফিস্‌ শব্দ আমার কানে গেল।

13. রাতে মানুষ যখন অঘোরে ঘুমায়তখন স্বপ্ন দেখে আমি অস্থির হলাম;

14. ভয় আর কাঁপুনি আমাকে ধরল,আমার সব হাড়গুলো কেঁপে উঠল।

আইয়ুব 4