11. তার ভীষণ শক্তির জন্য কি তার উপর তুমি ভরসা করবে?তোমার ভারী কাজ কি তুমি তাকে করতে দেবে?
12. সে যে তোমার ফসল ঘরে এনে খামারে জমা করবেসেই বিশ্বাস কি তুমি তার উপর করতে পারবে?
13. “উটপাখী জোরে জোরে ডানা ঝাপ্টায়,কিন্তু সারস পাখীর ডানা ও পালখের সংগে তার তুলনা হয় না।
14. উটপাখী মাটিতে ডিম পাড়েআর বালিতে তা গরম হতে দেয়;
15. তার মনেও থাকে না যে, তা পায়ে গুঁড়িয়ে যেতে পারেকিংবা কোন বুনো পশু তা পায়ে মাড়াতে পারে।