6. তিনি তুষারকে বলেন, ‘দুনিয়াতে পড়,’আর বৃষ্টিকে বলেন, ‘মুষলধারে পড়।’
7. প্রত্যেক মানুষকে তাঁর কাজ থেকে তিনি থামিয়ে দেন,যেন সব মানুষ তাঁর কাজের বিষয় জানতে পারে।
8. তখন পশুরা আশ্রয় নেয়;তারা তাদের গর্তে ঢোকে।
9. ঝড় তার ঘর থেকে বের হয়ে আসে,বাতাস ঠাণ্ডা বয়ে আনে।
10. আল্লাহ্র নিঃশ্বাস থেকে বরফ জন্মায়আর পানি জমে যায়।