আইয়ুব 37:19-24 Kitabul Mukkadas (MBCL)

19. “তাঁকে কি বলা উচিত তা আপনি আমাদের বলুন;আমরা জ্ঞানহীন বলে তাঁকে আমাদের কথা জানাতে পারি না।

20. তাঁকে কি বলতে হবে যে, আমি কথা বলতে চাই?কোন মানুষ কি চাইবে যে, তাকে গিলে ফেলা হোক?

21. বাতাসে আকাশ পরিষ্কার হয়ে যখন সূর্য উজ্জ্বল হয়তখন তার দিকে কেউ তাকাতে পারে না।

22. উত্তর দিক থেকে সোনালী উজ্জ্বলতা আসে;তাঁর চারদিকে ভয় জাগানো মহিমা দেখা যায়।

23. সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরেএবং কুদরতে অনেক মহান;তাঁর ন্যায়বিচার ও সততার দরুন তিনি জুলুম করেন না।

24. এইজন্যই মানুষ তাঁকে ভয় করে;যারা নিজেদের জ্ঞানী মনে করেতাদের দিকে তিনি কোন নজর দেন না।”

আইয়ুব 37