16. আপনি কি জানেন কেমন করে মেঘ ঝুলে থাকে?যিনি জ্ঞানে পরিপূর্ণ তাঁর কেরামতী কি আপনি জানেন?
17. দখিনা বাতাসে যখন দেশ নীরব হয়ে যায়তখন আপনি তো আপনার কাপড়-চোপড়ে গরম বোধ করেন।
18. ছাঁচে ঢালা আয়নার মত শক্ত যে আকাশতা কি আপনি আল্লাহ্র সংগে বিছিয়েছেন?
19. “তাঁকে কি বলা উচিত তা আপনি আমাদের বলুন;আমরা জ্ঞানহীন বলে তাঁকে আমাদের কথা জানাতে পারি না।
20. তাঁকে কি বলতে হবে যে, আমি কথা বলতে চাই?কোন মানুষ কি চাইবে যে, তাকে গিলে ফেলা হোক?