আইয়ুব 34:23-33 Kitabul Mukkadas (MBCL)

23. মানুষের বিচারের জন্য আল্লাহ্‌র কোন খোঁজ নেবার দরকার নেই;

24. তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেনআর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।

25. তিনি তাদের কাজের হিসাব রাখেন বলেরাতের বেলায় তিনি তাদের ধ্বংস করে ফেলেনআর তারা চুরমার হয়ে যায়।

26. তাদের দুষ্টতার জন্য তিনি সকলের সামনে তাদের শাস্তি দেন,

27. কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে;তাঁর কোন হুকুমের প্রতি তাদের খেয়াল নেই।

28. তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়;তিনি অভাবীদের কান্না শোনেন।

29. অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না;তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না।তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন,

30. যাতে আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোক রাজত্ব করতে না পারেআর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।

31. “কোন লোক তো আল্লাহ্‌কে বলে নি,‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;

32. আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও;যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’

33. আপনি যখন আল্লাহ্‌কে অগ্রাহ্য করছেনতখন আল্লাহ্‌ কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন?মন স্থির করা আপনার কাজ, আমার নয়;কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।

আইয়ুব 34