9. আপনি বলেছেন, ‘আমি পাক-পবিত্র, আমার কোন গুনাহ্ নেই;আমি খাঁটি, আমার কোন দোষ নেই।
10. তবুও আল্লাহ্ আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন;তিনি আমাকে তাঁর শত্রু মনে করছেন।
11. তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন;আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’
12. “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়,কারণ মানুষের চেয়ে আল্লাহ্ মহান।
13. কেন আপনি তাঁকে এই নালিশ জানাচ্ছেন যে,মানুষের কোন কথার জবাব তিনি দেন না?
14. আসলে আল্লাহ্ নানাভাবে কথা বলেনযদিও মানুষ তা বুঝতে পারে না।