আইয়ুব 33:28-33 Kitabul Mukkadas (MBCL)

28. কবরে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন;আমি আলো দেখতে পাচ্ছি।’

29. “আল্লাহ্‌ মানুষের জন্য বার বার ঐ সব করেন,

30. যেন তার প্রাণ কবরে যাওয়া থেকে ফেরেআর তার উপরে জীবনের আলো পড়ে।

31. “আইয়ুব, আপনি মন দিয়ে আমার কথা শুনুন;আপনি নীরব থাকুন, আমি কথা বলি।

32. যদি আপনার কিছু বলবার থাকে তবে আমাকে বলুন;আপনি বলুন, কারণ আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই।

33. যদি কিছু বলবার না থাকে, তবে আমার কথা শুনুন;আপনি নীরব থাকুন,আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।”

আইয়ুব 33