আইয়ুব 33:2-14 Kitabul Mukkadas (MBCL)

2. আমি মুখ খুলতে যাচ্ছি;আমার কথা আমার জিভের আগায় এসেছে।

3. আমার কথা খাঁটি দিল থেকে আসছে;আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে।

4. আল্লাহ্‌র রূহ্‌ আমাকে তৈরী করেছেন;সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাচ্ছি।

5. আপনি যদি পারেন তবে আমাকে জবাব দিন;নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন।

6. আল্লাহ্‌র সামনে আমি ও আপনি সমান;আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে।

7. আমাকে যেন আপনি ভয় না পান,কিংবা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়।

8. “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন;আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি;

9. আপনি বলেছেন, ‘আমি পাক-পবিত্র, আমার কোন গুনাহ্‌ নেই;আমি খাঁটি, আমার কোন দোষ নেই।

10. তবুও আল্লাহ্‌ আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন;তিনি আমাকে তাঁর শত্রু মনে করছেন।

11. তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন;আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’

12. “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়,কারণ মানুষের চেয়ে আল্লাহ্‌ মহান।

13. কেন আপনি তাঁকে এই নালিশ জানাচ্ছেন যে,মানুষের কোন কথার জবাব তিনি দেন না?

14. আসলে আল্লাহ্‌ নানাভাবে কথা বলেনযদিও মানুষ তা বুঝতে পারে না।

আইয়ুব 33