আইয়ুব 32:16-20 Kitabul Mukkadas (MBCL)

16. এঁরা তো এখন চুপ করেছেন,জবাব না দিয়ে এঁরা থেমে গেছেন;আর কি আমার অপেক্ষা করা উচিত?

17. এখন আমিও আমার কথা বলব,আমার মতামত আমি প্রকাশ করব;

18. কারণ আমার বলবার মত অনেক কথা আছে,আমার রূহ্‌ আমাকে কথা বলতে বাধ্য করছে।

19. আমার ভিতরটা থলিতে ভরা আংগুর-রসে ফেটে যাবার মত হয়েছে,নতুন চামড়ার থলির মতই ফেটে যাবার মত হয়েছে।

20. শান্ত হবার জন্য আমাকে কথা বলতে হবে;মুখ খুলে আমাকে জবাব দিতে হবে।

আইয়ুব 32