আইয়ুব 3:13-16 Kitabul Mukkadas (MBCL)

13. তা না হলে তো আমি এখন শান্তিতে শুয়ে থাকতে পারতাম,আমি ঘুমাতাম আর বিশ্রাম পেতাম।

14. আমি সেই বাদশাহ্‌দের আর সেই মন্ত্রীদের সংগে থাকতামযাঁরা একদিন নিজেদের জন্য দালান গড়েছিলেনযেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে।

15. আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতামযাঁদের প্রচুর সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।

16. যে শিশু দিনের আলো দেখতে পায় নি,কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মতআমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না?

আইয়ুব 3