8. তখন যুবকেরা আমাকে দেখে সরে দাঁড়াতআর বুড়ো লোকেরা উঠে দাঁড়াতেন;
9. উঁচু পদের লোকেরা কথা বলা বন্ধ করতেনআর হাত দিয়ে মুখ ঢাকতেন;
10. নেতাদের গলার আওয়াজ থেমে যেত,আর তাদের জিভ্ তালুতে আট্কে যেত।
11. যারা আমার কথা শুনত তারা আমাকে মোবারক বলত,আর যারা আমাকে দেখত তারা আমার প্রশংসা করত,
12. কারণ সাহায্যের জন্য যে গরীবেরা কাঁদতআর যে এতিমদের সাহায্যকারী কেউ ছিল না,তাদের আমি রক্ষা করতাম।
13. মরে যাচ্ছে এমন লোকও আমার প্রশংসা করত;বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।