আইয়ুব 29:20-24 Kitabul Mukkadas (MBCL)

20. ভাবতাম লোকদের কাছে আমার সম্মান ম্লান হবে না,আমার যৌবন্তশক্তি সব সময় নতুন থাকবে।

21. “লোকে আমার কথা শুনবার জন্য অপেক্ষা করত,আমার পরামর্শের জন্য নীরব থাকত।

22. আমার কথার পরে তারা আর কথা বলত না;আমি তাদের কাছে নরমভাবে কথা বলতাম।

23. বৃষ্টির জন্য যেমন লোকে অপেক্ষা করেতেমনি তারা আমার কথার জন্য অপেক্ষা করত;বসন্তকালের বৃষ্টির মতই তারা আমার কথা গ্রহণ করত।

24. আমি সাধারণ লোকদের দিকে তাকিয়ে হাসলে তারা আশ্চর্য হত;আমার হাসি তারা মনে গেঁথে রেখে আশায় বুক বাঁধত।

আইয়ুব 29