আইয়ুব 29:2-6 Kitabul Mukkadas (MBCL)

2. “আহা, আল্লাহ্‌ যখন আমার দেখাশোনা করতেনতখনকার মাস ও দিনগুলো যদি আমি ফিরে পেতাম!

3. আমার মাথার উপর তখন তাঁর বাতি জ্বলত,আর তাঁর আলোতে আমি অন্ধকারের মধ্যে চলাফেরা করতাম।

4. আমার সেই সফলতার দিনগুলোতেআল্লাহ্‌ তাঁর ঘনিষ্ঠ বন্ধুভাব দিয়ে আমার তাম্বুকে দোয়া করতেন।

5. সর্বশক্তিমান তখন আমার সংগে ছিলেনআর আমার চারপাশে আমার ছেলেমেয়েরা ছিল;

6. আমার জীবন্তপথ আরামে ভরা ছিল,আর আমার জন্য পাথর থেকে জলপাই-তেলের স্রোত বইত।

আইয়ুব 29