আইয়ুব 29:15-18 Kitabul Mukkadas (MBCL)

15. আমি ছিলাম অন্ধদের চোখ আর খোঁড়াদের পা।

16. আমি অভাবীদের আব্বার মত ছিলাম,আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।

17. আমি দুষ্টদের চোয়াল ভেংগে দিতামআর তাদের মুখ থেকে শিকার কেড়ে নিতাম।

18. “আমি ভাবতাম আমার আপন লোকদের মধ্যে আমি মারা যাব,বালুকণার মতই আমার দিনগুলো অসংখ্য হবে;

আইয়ুব 29