5. তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না;আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি।
6. আমি যে নির্দোষ সেই দাবি আমি ছাড়ব না, বলতেই থাকব।আমি যতদিন বাঁচব ততদিন আমার বিবেকআমাকে দোষী করবে না।
7. “আমার শত্রুরা দুষ্টদের মত হোক;আমার বিপক্ষেরা অন্যায়কারীর মত হোক।
8. আল্লাহ্ যখন তাঁর প্রতি ভয়হীনদের শেষ করে দেন,তখন তাদের আর কোন আশাই থাকে না।