আইয়ুব 27:19-21 Kitabul Mukkadas (MBCL)

19. তারা শেষ বারের মতই ধনী অবস্থায় ঘুমাতে যায়,কিন্তু চোখ খুললে পর তারা দেখে সবই শেষ হয়ে গেছে।

20. বন্যার মতই ভয় তাদের ধরে ফেলবে,রাতে ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাবে।

21. পূবের বাতাস তাদের তুলে নিয়ে যাবে, তারা চলে যাবে;তাদের জায়গা থেকে সেই বাতাস তাদের উড়িয়ে নিয়ে যাবে।

আইয়ুব 27