আইয়ুব 20:14-17 Kitabul Mukkadas (MBCL)

14. তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে;তার মধ্যে তা সাপের বিষের মত হবে।

15. যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে;আল্লাহ্‌ তার পেট থেকে তা বের করে ফেলবেন।

16. সে সাপের বিষ চুষবে;সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।

17. দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না।

আইয়ুব 20