আইয়ুব 16:17-20 Kitabul Mukkadas (MBCL)

17. তবুও আমি কাউকে জুলুম করি নিএবং আমার মুনাজাত খাঁটি রয়েছে।

18. “হে দুনিয়া, আমার রক্ত ঢেকে দিয়ো না;আমার কান্না যেন সব সময় শোনা যায়।

19. এখনও আমার সাক্ষী বেহেশতে রয়েছেন;আমার পক্ষে যিনি কথা বলবেন তিনি উপরে রয়েছেন।

20. যিনি আমার পক্ষে আছেন তিনি আমার বন্ধু,আর আমি আল্লাহ্‌র কাছে চোখের পানি ফেলি।

আইয়ুব 16