আইয়ুব 15:30-34 Kitabul Mukkadas (MBCL)

30. সে অন্ধকার এড়াতে পারবে না;সে এমন গাছের মত হবেযার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে;আল্লাহ্‌র মুখের শ্বাসে সে উড়ে যাবে।

31. বাজে জিনিসের উপর বিশ্বাস করে সে যেন নিজেকে না ঠকায়,কারণ সে তার বদলে কিছুই পাবে না।

32. সময়ের আগেই তার পাওনা শাস্তি সে পুরোপুরি পাবে;তার ডালপালা বেড়ে উঠবে না।

33. সে এমন আংগুর লতার মত হবেযা থেকে সব কাঁচা আংগুর ঝরে পড়ে গেছে;সে এমন জলপাই গাছের মত হবে যার ফুল ঝরে গেছে।

34. আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের কোন ছেলেমেয়ে থাকবে না;তাদের ঘুষের বাড়ী-ঘর আগুনে গ্রাস করবে।

আইয়ুব 15