আইয়ুব 12:14-20 Kitabul Mukkadas (MBCL)

14. তিনি ভাংলে আর তা গড়া যায় না;তিনি কাউকে জেলে আটক করলে খালাস করা যায় না।

15. তিনি পানি বন্ধ করে রাখলে খরা হয়;তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়।

16. শক্তি ও জ্ঞান তাঁরই;যাকে ছলনা করা হয়েছে আর যে ছলনা করেতারা দু’জনেই তাঁর হাতের নীচে।

17. তিনি মন্ত্রীদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেনআর বিচারকদের বোকা বানান।

18. তিনি বাদশাহ্‌র পোশাক কেড়ে নেনআর তাঁকে বন্দী করেন।

19. তিনি ইমামদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেনআর যারা শিকড় গেড়ে বসে আছে তাদের উপ্‌ড়ে ফেলেন।

20. বিশ্বস্ত লোকদের মুখ তিনি বন্ধ করেনআর বুড়ো লোকদের বিবেচনা-শক্তি নষ্ট করেন।

আইয়ুব 12